চাঁদপুরে বৃহস্পতিবার বেলা ২ টা পর্যন্ত ১৫তম দিনে টিকা রেজিস্ট্রেশন হয়েছে ৫১,৭৭৪ জন । ঔ সময় পর্যন্ত চাঁদপুরের সকল বুথে টিকা গ্রহণ করেছে ৩৮,২৭৪ জন ।
চাঁদপুর সিভিল সার্জন কার্যলয়ের নিযন্ত্রণ কক্ষ ২৫ ফেব্রুয়য়ারি জানিয়েছেন। ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ন্যায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় আইসোলেন ওয়ার্ডে সার্বিক টিকা দান কর্মসূচি সকাল ৯ টায় শুরু হয়ে বেলা ৩ টা পর্যন্ন চলে থাকে। প্রতিদিন রেজিস্ট্রেশন ২৪ ঘন্টাই অনলাইনে সার্ভারে এসে যোগ হচ্ছে ।এদিকে বয়স্কদের অগ্রাধিকার দিতে স্বাস্থ্য বিভাগের নির্দেশ রয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে,চাঁদপুরে আজ পর্যন্ত মোট রেজিস্ট্রেশন প্রাপ্ত নারী-পুরুষের সংখ্যা ৫১,৭৭৪ জন । চাঁদপুরের ৮টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা পুলিশ ও অনুমোদিত বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকসিন গ্রহণকারী নারা-পুরুষের সংখ্যা ৩৮,২৭৪ জন।
কেবল মাত্র শুধুমাত্র বুধবার ৩ টা পর্যন্ত টিকা গ্রহণ করেছে ২,২৪১ জন। ৪০ বছর পার হওয়া বয়সের নারী-পুরুষগণ টিকা গ্রহণ করতে পারবেন।
আবদুল গনি , ২৫ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur