Home / চাঁদপুর / চাঁদপুরে করোনা শনাক্ত ২,৮৩২ জন, নতুন মৃত্যু নেই
corona vaccine

চাঁদপুরে করোনা শনাক্ত ২,৮৩২ জন, নতুন মৃত্যু নেই

চাঁদপুরে গত ২৪ ঘন্টায় আরো ও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাজীঞ্জের ১ জন,শাহরাস্তির ১জন ও কচুয়ার ১জন রয়েছে। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৩২ জন। জেলায় মোট মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬৯১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৩ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। চাঁদপুরস্থ ভাষাবীর এমএওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৬২ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩ টি করোনা পজেটিভ। বাকী ৫৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৩২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৩৩ জন, ফরিদগঞ্জে ৩১২ জন, মতলব দক্ষিণে ৩০৩ জন,শাহরাস্তিতে ২৫৭ জন, হাজীগঞ্জে ২৪০ ন,মতলব উত্তরে ২১০ জন, হাইমচরে ১৭৩জন ও কচুয়ায় ১০৪ জন।

করোনায় জেলায় ৮৮ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২ ৮জন, হাজীগঞ্জে ১৭ জন, ফরিদগঞ্জে ১৪ জন, মতলব উত্তরের ১১ জন,শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ১ জন।

আবদুল গনি,২৫ ফেব্রুয়ারি ২০২১