চাঁদপুরে জেন্ডার প্রমোটারদের সাইকেল-ক্রীড়া সামগ্রী বিতরণ

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘কিশোর কিশোরী ক্লাব’ স্থাপন প্রকল্পের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সকল জেন্ডার প্রমোটারদেরকে বাই-সাইকেল বরাদ্দ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় চাঁদপুর সদরে তিনজন জি.পি.কে তাদের বাই-সাইকেল হস্তান্তর করেন আমেনা বেগম উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব স্বপন সরকার স্যার (ফিল্ড সুপারভাইজার, চাঁদপুর) ও জনাব মোঃ জাকির হোসেন, অফিস সহকারি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাই-সাইকেল গ্রহণ করেন মুহাম্মদ হোসাইন দেওয়ান, মোঃ খায়রুল আলম, শাহিনা সুলতানা, জেন্ডার প্রমোটার, চাঁদপুর সদর। এসময় জি.পি গন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশোর কিশোরী ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি। এ সময় ক্লাবের শিক্ষার্থীদের মেধার সুস্থ বিকাশের জন্য জি.পিদের ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

স্টাফ করেসপন্ডেট

Share