Home / চাঁদপুর / নানা আয়োজনে চাঁদপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
Potibondhi dibosh

নানা আয়োজনে চাঁদপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, প্রতিবন্ধী †সেবা-সাহায্য কেন্দ্র ও সমাজ সেবা অধিদপ্তর চাঁদপুরের যৌথ আয়োজনে বাবুর হাট সরকারী শিশু পরিবার মিলনায়তনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধীদের নিয়ে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। এ ছাড়া প্রতিবন্ধীদের চিত্রাংকন, পুরস্কার বিতরণ, অনুদান প্রদান ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য হিসেবে ১২ হুইল চেয়ার বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল প্রতিবন্ধীদের অভিভাবকদের সাথে উম্মুক্ত আলোচনায় ও মতবিনিময় করেন।

এ সময় তিনি তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা সুমন চন্দ্র নন্দী প্রমুখ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ