Home / চাঁদপুর / চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে ৭টি অভিযান পরিচালনা
jatka
ফাইল ছবি : প্রতীকী হিসেবে ব্যবহৃত হলো

চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে ৭টি অভিযান পরিচালনা

চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য বিভাগ,নৌ-পুলিশ,কোস্টগার্ড,চাঁদপুর সদর মৎস্য বিভাগ,হাইমচর মৎস্য বিভাগ, মতলব উত্তর ও দক্ষিণ মৎস্য বিভাগের যৌথ বা পৃথক পৃথকভাবে গত ২৪ ঘন্টায় ৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের মনিটরিং সেল থেকে ৫ মার্চ বেলা ১১ টা পর্যন্ত তথ্যে জানানো হয়েছে।

এতে ১৫ কেজি জাটকা,৩ লাখ হাজার ১৭ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। যার বর্তমান মূল্য ৬৩ লাখ টাকা। জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়াও মামলা হয়েছে ২ টি এবং ৭ জন কে জেলে প্রেরণ করা হয়েছে ।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুল বারী জাতীয় শ্লোগান উল্লেখ করে বলেন,‘জাটকা ধরে করবো না শেষ–বাঁচবে জেলে হাসবে দেশ–এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের ঝাটকা নিধন প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে । ইলিশ অভায়শ্রম সমূহে বছরের নির্দিষ্ট সময়ে সকল প্রকার মাছ খরা আইনত:দন্ডনীয় অপরাধ ।

আবদুল গনি , ৫ মার্চ ২০২১