বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার পালিত হয়েছে। বাংলা ভাষা,বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও নিজ হাতে গড়া ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাতে ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন করেছে।
৩ জানুয়ারি রোববার রাত ১২ টা ১ মিনিটের দিকে জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে কেক কাটার মাধ্যমে উদযাপন শুরু করে। পরে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় দলীয় কার্যালয়ের সামনে।
বিকেলে শহরে সকল উপজেলা থেকে নেতাকর্মীদের সমন্বয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এতে দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠের ছাত্র সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি জহির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ,চাঁদপুর পৌরসভার মেয়র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক সভাপতি জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ গাজী, ডা: জে আর ওয়াদুদ টিপু প্রমুখ।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,৫ জানুয়ারি ২০২১