মিজানুর রহমান রানা | আপডেট: ০১:০৩ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুরে বুধবার রাতে শিশু ধর্ষণ ও খুনের দু’আসামী আটকে করা হয়েছে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০১৫ ফরিদগঞ্জের সকদী গ্রামের টেলু মিজির স্ত্রী ওই শিশুকে বাড়িতে রেখে তার ভাইয়ের বউ দেখতে অন্য এলাকায় যান। এই সময় ওই বাড়িরই টেলু মিজির ছেলে জুয়েল (২২) শিশুটিকে ঘরে একা পেয়ে তার অপর সঙ্গী ওই গ্রামেরই মিজি বাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে মিন্টু (২৪)সহ ওই মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুটির যৌনাঙ্গে প্রচুর রক্তক্ষরণ হলে এবং শিশুটি চেঁচামেচি করলে তারা ওই শিশুটির মুখ বেঁধে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়ে বুধবার রাতে চাঁদপুর জেলা ডিবি পুলিশের এসআই মো. ইসমাইল হোসেন ও মামালার আইও মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স এবং ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তা জুয়েলকে লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেফতার করে। অন্যদিকে মিন্টুকে গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বুধবার তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়।
জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি মুন্সীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিলো। তার বয়স ৭। ধর্ষণ শেষে হত্যাপর তাকে ধর্ষণকারীরা ওই বাড়ির পার্শ্ববর্তী পুকুরে বস্তাবন্দী করে লাশ ফেলে দেয়। দীর্ঘ এক মাস পর তাদেরকে ডিবি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur