Home / চাঁদপুর / চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ কিশোর আহত
Train death
ফাইল ছবি

চাঁদপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ কিশোর আহত

চাঁদপুরে বৈশাখের আনন্দে ঘুরতে বের হয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ৩ কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার(১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুমিল্লা জেলার লাইমাই উপজেলার বাগমারা আমকামতা গ্রামের শামসুদ্দিনের ছেলে শাওন (১৬), হাজীগঞ্জ উপজেলার কাঁঠালী গ্রামের মৃত মজিদ মুন্সির ছেলে ফরহাদ (১৫) ও একই গ্রামের রিপন মুন্সির ছেলে সজিব (১৭)।

তারা তিনজন বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে অনেক লোকজন ছিলো। তাদের সাথে আহত তিন কিশোরসহ অনেকেই ট্রেনের ছাদে বৈশাখে ঘুরতে বের হয়ে আনন্দ উল্ল্যাসে নাচানাচি করছিলো।

এসময় ট্রেনটি ওয়্যারলেস টোলঘর রেল ক্রসিংয়ের কাছাকাছি আসলে হঠাৎ উপরে থাকা ডিসের তারের সাথে আটকে তারা ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে তারা শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
১৫ এপ্রিল,২০১৯