চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস নামে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোরের দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়।
২৪ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মহীন উদ্দিন ও সাদ্দাম হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ছাদের মধ্যে অন্যযাত্রীর সঙ্গে দেলোয়ারও ছিল। কোনোভাবে সে ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে যায়। তার মরদেহ কেটে খণ্ড-বিখণ্ড হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, ঘটনাটি সত্য। আমরা জেনেছি। মরদেহ উদ্ধার করার জন্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। উদ্ধার কার্যক্রম শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ করেসপন্ডেট, ২৪ এপ্রিল ২০২৩