ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মালিক শ্রমিকদের সম্পর্ক হবে ভাই ভাই। সে সম্পর্ক কি আমাদের সমাজে আছে। স্বাধীনতার ৫২ বছরে যারা ক্ষমতায় এসেছেন তারাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারাই সুইচ ব্যাংকে রেখেছেন। যারা ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছেন, আপনাদের সেই সুযোগ আর নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের মোড়ক উম্মোচন করবে।
৪ মে বৃহস্পতিবার বিকেলে হাসান আলী হাই স্কুল মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫টি সিটি করপোরের্সন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে এবং শক্ত অবস্থানে আছে। কেউ যদি রাতে ভোট দেয়ার নিয়ম করেন, তাহলে আমরা বলতে চাই আমরাও প্রস্তুত রয়েছি। জনগন আর দিনের ভোট রাতে দেখতে চায় না। সামনে জাতীয় নির্বাচন আসছে, সরকার যদি সুষ্ঠু ও ন্যায়ের পক্ষে নির্বাচন না দেয়, তাহলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্তও আমরা নিতে পারি।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বত্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয়) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী জেনারেল আলহাজ মুফতি মোস্তফা কামাল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।
পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রটারী ইয়াছিন রাশেদ সানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন পাঠান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,৪ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur