Home / চাঁদপুর / চাঁদপুরে ঘুমন্ত দাদী ও চাচীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা : যুবক আটক
Knief- Jokhom-dead, Khun, Murder
প্রতীকী ছবি

চাঁদপুরে ঘুমন্ত দাদী ও চাচীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা : যুবক আটক

চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় জিহাদ হোসেন গাজী (১৪) নামের কিশোর তার দাদী এবং চাচীকে ঘুমের মধ্যে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) গভীর রাতে শহরের নিশি বিল্ডিং এলাকায় গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

কিশোরের ছুরিকাঘাতে দাদী মরনি বেগম (৬০) ও চাচী আকলিমা বেগম (২৬) গুরুতর আহত হয়ে মৃত্যু শয্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।

আহত মরনি বেগম ওই বাড়ির মৃত ছাত্তার গাজীর স্ত্রী এবং তারই পুত্র মোস্তফা গাজীর স্ত্রী আকলিমা বেগম।

আহতের পরিবার লোকজন জানায়, অভিযুক্ত যুবক ঢাকায় থাকে, সে বাড়িতে আসলে সাধারণত অন্য বাড়িতে থাকে, কিন্তু ঘটনার রাতে সে পরিকল্পিতভাবে দাদী-চাচীর বাড়িতে অবস্থান করে। প্রথমে সে চাচীকে চুরি দিয়ে পেটের দু’পাশে আঘাত করে, এ ঘটনা তার দাদীও দেখে ফেললে তাকেও বুকের স্পর্শকাতর স্থানে আঘাত করে। এ দিকে চাচী চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে আটক করে। তার সাথে বেøড, ছুরি ও কিছু ঘুমের ট্যাবলেট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ভিকটিমদেরকে সে আগে ঘুমের ঔষুধ খাইয়ে এ হত্যার চেষ্টা করে।

এসআই মাহবুব মন্ডল জানায়, ‘খবর পেয়ে ঘটনাস্থল থকে যুবককে আটক করা হয়ে। কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।’

এ বিষয়ে গৃহবধূর বাবা আবু ছায়েদ মোল্লা চাঁদপুর টাইমসকে জানান, আমি অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবো। আমি এর সুষ্ঠ বিচার চাই।’

কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ২:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ