চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুুলিশের অভিযানে ১০০ পিছ ইয়াবাসহ চাঁদপুর সদর উপজেলা বালিয়া গ্রামের সাইদুল রহমান খাঁনের ছেলে আজাদুর রহমান খান (২৮) কে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় ডিবি পুলিশের এস আই খন্দকার ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর সদরের বালিয়া গ্রামের তালুকদার বাড়ির সামনে পাকা সড়কের মাদক ক্রয়-বিক্রয় কালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই এলাকার সামছুল হকের ছেলে শাওন (২৫) ও মাসুদ (২৮) পুলিশের উপস্থিতে টের পেয়ে পালিয়ে যায় ।
তাদের তিন জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েল করা হয়েছে।
মুঠোফোনে ডিবি পুলিশের এস আই খন্দকার মো. ইসমাইল চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুরে মাদকের বড় ব্যবসায়ীদের তালিকা অনেকটা কমে এসেছে হয়েছে, ছোট মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে। অচিরেই পুলিশ সুপারের স্বপ্ন মাদক মুক্ত চাঁদপুর তৈরি হবে।’
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৫০ পিএম, ২২ জুন ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur