আনোয়ারুল হক | আপডেট: ০৯:৪১ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৫, রোববার
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দেড়কেজি গাঁজাসহ শনিবার দু’জনকে আটক হওয়ার খবর পাওয়া গেছে।
আটককৃতরা হল চাঁদপুর শহরের পালপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে মানিক হোসেন (২২) ও কচুয়া উপজেলার উত্তর ছেংড়া গ্রামের মৃত শহীদ মিজির ছেলে রাছের মিজি (২৩), সে বর্তমানে চাঁদপুর শহরের গুণরাজদি এলাকার মোস্তান বাড়িতে ভাড়া থাকে।
ডিবি অফিস সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘোষেরহাট এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাসে চেকপোস্ট বসিয়ে দেড় কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে।
ডিবি পুলিশ আরো জানান, তাদের হাতে থাকা একটি কাপড়ের ব্যাগে ওই গাঁজা পাওয়া যায়। তারা গাঁজাগুলো কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে আসার পথে বোগদাদ বাসে (কুমিল্লা-ব-১১-০১৫৩) তাদেরকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক নিয়ন্ত্রণ আইনের অপরাধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur