গর্ভবতী পান্না বেগমের উপর হামলা, ঘর বাড়ি ভাংচুর এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে ২ ঘন্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবার জানায়, দুদু গাজী হৃদরোগে মারা যান। এখন মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই তারা আমাদের বাড়িঘর ভাংচুর করেছে। মানববন্ধনে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন ভুক্তভোগী পরিবার।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মো. শরীফ, আঁখি বেগম, রুনা বেগম, মানিক, বাবুসহ পরিবারের সদস্যসহ স্থানীয় শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৭ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur