Home / চাঁদপুর / চাঁদপুরে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গণফোরামের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা সোমবার (২৯ আগস্ট) বিকেলে শহরের জেএমগেণগুপ্ত রোডে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর ।

এসময় তিনি বলেন, ‘দেশে বর্তমানে গুমের রাজনীতি চলছে। এ দেশে স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে না। একদলীয় শাসতন্ত্রের বেড়াজালে বাংলাদেশ আটকে গেছে । দেশের একদিকে জঙ্গিদের উথান অপরদিকে বিরোধী রাজনীতি শক্তির নিষ্কিয় ভুমিকা এ দেশের রাজনীতিতে একটি নতুন ঘটনা প্রবহমান।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে অসহনীয়ভাবে জীবন যাপন করছেন । আমরা আমাদের দলকে শক্তিশালী করার মাধ্যমে দেশ ও জনগণের সেবার কাজ করে যেতে চাই।’

জেলা গণফোরামের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদারের পরিচালানায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি খোকন পোদ্দার, রনজিত রায়, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আনোয়ার হোগেণ,সদস্য অ্যাড. আওলাদ হোগেণ, শ্রমিক গণফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউল, জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী আশ্রাফ বাবু, মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক শিল্পী বেগম, শাহরাস্তি গণফোরামের সাংগঠনিক সম্পাদক প্রকোশলী সাইফুল ইসলাম, জেলা গণফোরামের কৃষিবিষয়ক সম্পাদক রেজাউল করিম খান, শ্রম বিষয়ক সম্পাদক আশ্রাফ গাজী, দপ্তর সম্পাদক আঃ মতিন,গণফোরাম নেতা মোঃ শাজাহান, আনোয়ারা বেগম, হাছান দর্জি, সুজিত দাস, হারুনুর রশিদ, প্রকোশলী ফরিদ রায়হান, প্রকোশলী কুদ্দুছ মিজি, খাজা আহম্মদ, রুবেল গাজী, রাসেল তালুকদার, তাজুল ইসলাম ।

সভার শুরুতেই জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর সহ অনন্য নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ৩১ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

চাঁদপুরে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply