Home / চাঁদপুর / চাঁদপুরে খেলাফত যুব মজলিশের বিক্ষোভ মিছিল
খেলাফত

চাঁদপুরে খেলাফত যুব মজলিশের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘পাঠক্রমে ইসলামী শিক্ষা সংকোচন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় চাঁদপুরেও এ কর্মসূচি পালন করা হয়।

শহরের শপথচত্বর এলাকার বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে খেলাফত যুব মজলিশের পাশাপাশি খেলাফত মজলিশের শত শত নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

এসময় তারা পাঠক্রমে ইসলামী শিক্ষা সংকোচন, দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে শ্লোগান দেন। পাশাপাশি অবিলম্বে মাওলানা মামুনুল হকের মুক্তির দাবী তোলেন।

বিক্ষোভ মিছিলটি শহরের মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শহরের মিশন রোড মোড়ে গিয়ে দোয়া ও মানাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

এর আগে শপথচত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মোজাম্মেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, নির্বাহী সদস্য হাফেজ রহমত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, দপ্তর সম্পাদক ক্বারি শাহাদাত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতীতে সাধারণ মানুষের জীবন আজ নাবিঃশ্বাস হয়ে উঠেছে। দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলোতে নীরব কান্না চলছে।

বক্তারা আরো বলেন, সরকার ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে ইহুদি এবং অন্য ধর্মের মানুষদের খুশি করতে পাঠ্যক্রমে ইসলামকে সংকুচিত করেছে। বিবর্তনবাদসহ ইসলামী বিরোধী শিক্ষা আমাদের সন্তানদের জোর করে শেখানোর পায়তারা করছে। শুধু তাই নয়, সরকার মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ আলেম-ওলামাদের মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আলেম-ওলামারা শান্তিপ্রিয়। তাই শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সরকারের কাছে দাবী করছি, মাওলানা মামুনুল হকসহ সকল আলেম-ওলামাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে আমরা অবিলম্বে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৭ জানুয়ারি ২০২৩