অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির দায়ে রোববার (৫ জুন) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর ক্যাফে ঝিলসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৭৩ হাজার টাকা আদায় করেছে।
এ অভিযান চলাকালে শহরের নতুন বাজার, ছায়াবাণী ও বাসস্ট্যান্ড স্বর্ণখোলা রোড থেকে ৭৩ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কারেক্টর (এনডিসি) লিটুস লরেন্স চিরান ও জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির দায়ে শহরের নতুন বাজার ক্যাফে ঝিল হোটেলকে ১০হাজার টাকা, কিছুক্ষণ হোটেলকে ৫হাজার টাকা, রুচি হোটেলকে ৩হাজার টাকা, শাহী হোটেলকে ৫হাজার টাকা, বাসস্ট্যান্ড স্বর্ণখোলা এলাকায় রসের হাড়িকে ২০ হাজার টাকা, ইসলামপুর বেকারীকে ১৫ হাজার টাকা ও রস বিলাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ক্রেতাদের সাথে প্রতারণা করছে এ অভিযোগের ভিত্তিতে রোববার শহরে ভ্রাম্যনার অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নগদ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ৬ জুন ২০১৬, সোমবার
ডিএইচ