চাঁদপুরের আমিরাবাদে কোস্টগার্ডের অভিযানে ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি সন্ধ্যায় কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১১ জানুয়ারি ২০২৩ আনুমানিক ১৮০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব থানাধীন আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে মাছের আরৎ ও একটি মিনি পিকাপ তল্লাশি করে আনুমানিক ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, চাঁদপুর সদর।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur