Home / চাঁদপুর / চাঁদপুরে কৃষি-অকৃষি খাতে সাড়ে ৬৩ কোটি টাকা বিতরণ
Money

চাঁদপুরে কৃষি-অকৃষি খাতে সাড়ে ৬৩ কোটি টাকা বিতরণ

চাঁদপুর জেলায় ৮ উপজেলায় সোনালী, অগ্রণী, জনতা, কৃষি, কর্মসংস্থান, রূপালী ও বেসিক ব্যাংকের ৯৩ টি শাখা গত ডিসেম্বর পর্যন্ত ৬৩ কোটি ৫২ লাখ ৪৭ হাজার টাকা কৃষি ও অকৃষি খাতে বিতরণ করেছে।

চলতি ২০১৫-’১৬ অর্থ বছরে এসব ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বরাদ্দ হিসেবে ১৩৭ কোটি ৫ লাখ ৮১ হাজার টাকা দেওয়া হয়। চাঁদপুর জেলার এসব ব্যাংকগুলো বরাদ্দের ৪৬% বিতরণ করেছে।

গত ১৮ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে কৃষি কমিটির এক সভার সূত্রে তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে, অগ্রণী ব্যাংক গত ডিসেম্বর পর্যন্ত ৭ কোটি ৮০ লাখ ৫৮ হাজার টাকা, সোনালী ব্যাংক ৩ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার টাকা, জনতা ব্যাংক ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা, কর্মসংস্থান ব্যাংক ৪ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা, রূপালী ব্যাংক ১১ লাখ ১০ হাজার টাকা এবং বেসিক ব্যাংক লিমিটেড ৩৮ লাখ টাকা বিতরণ করেছে।

এদিকে জেলার অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ১৬ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা, ন্যাশেনাল ব্যাংক ২০ লাখ টাকা, পূবালী ব্যাংক ১০ লাখ টাকা, উত্তরা ব্যাংক ৬ লাখ ৫০ হাজার টাকা, সোশাল ইসলামী ব্যাংক ৮২ লাখ টাকা, আল-আরফা ব্যাংক ৩০ লাখ ৮২ হাজার টাকা, মার্কেন্টাইম ব্যাংক ২০ লাখ টাকা, ব্র্যাক ১১ লাখ টাকা এবং ফাস্ট সিকিউরিটি ব্যাংক ৫ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করেছে।

এদিকে ব্যাংকগুলোর বকেয়া আদায়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আবদুল গনি
: আপডেট ০৪:৩০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ