চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং অপরাধ ও মাদক নির্মূল ব্যাপক অভিযান পরিচালনা করেছে পুলিশ।
অভিযানে ৪ কিশোরকে আটক করতে সক্ষম হয়েছে বলে চাঁদপুর মডেল থানার কর্মকর্তা জানান।
৩০ নভেম্বর সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নেতৃত্বে এ কিশোর গ্যাং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তারা চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ আক্কাস আলী, যমুনা রোড, রেল স্টেশন, ক্লাব রোড, যমুনা রোড সহ বড় স্টেশন ও তার আশপাশের এলাকায় কিশোর গ্যাং অপরাধ, মাদক নির্মূল ও ইভটিজিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এই বিশাল কিশোর গ্যাং অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হারুনুর রশিদ সহ থানার অন্যান্য ইন্সপেক্টর এসআই এএসআই ও কনস্টেবল সহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
প্রতিবেদকঃ কবির হোসেন মিজি,১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur