চাঁদপুর পুরাণবাজারে কারেন্ট জাল রাখার দায়ে দু’জনকে মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে শহরের পুরানবাজার হরিসভা এলকায় জরিমানা করেছে ভ্রামমান আদালত।
ভ্রামমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি পঙ্কজ বড়ুয়া।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. হাই, এনডিসি লিটুস লরেন্স চিরান, পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ কোস্টগার্ড সদস্যরা।
প্রকাশ্যে কারেন্টজাল পরিবহন ও নিজেদের কাছে রাখার দায়ে আটক দু’জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানাকৃত জেলেরা হলো সেলিম দেওয়ান (৩৮) ও জুয়েল গাজী (২৫)। পরে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে জেলেদের কাছ থেকে আটক কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ৬ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur