Home / চাঁদপুর / চাঁদপুরে কলেজ অধ্যক্ষ ফেন্সি খুনের ঘটনায় স্বামী ২ দিনের রিমান্ডে
Johir Atok
অ্যাড. জহির ও তার ২য় স্ত্রী জুলেখা (ফাইল ছবি)

চাঁদপুরে কলেজ অধ্যক্ষ ফেন্সি খুনের ঘটনায় স্বামী ২ দিনের রিমান্ডে

চাঁদপুরে কলেজ অধ্যক্ষ ও মহিলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন সুলাতান ফেন্সি খুনের ঘটনায় প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলামের দুই দিনের রিমাÐ মঞ্জুর করেছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (৬ জুন) দুপুর ১টায় মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী অ্যডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতে উভয় আসামীর ৫ দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ শুধুমাত্র প্রধান আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামমলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত প্রধান আসামীর ২দিনের মঞ্জুর করেন। কিন্তু আদেশের কপি তিনি এখনো হাতে পাননি। আদেশ কপি পেলেই রিমান্ড কার্যক্রম শুরু করবেন। বর্তমানে উভয় আসামী জেলা কারাগারে রয়েছেন।

অপরদিকে নিহত শাহিন সুলতানা ফেন্সির প্রথম নামাজে জানাযা বাদ আছর শহরের ১৩নং ওয়ার্ড বাহের খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাযায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারীসহ আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

নিহতের বড় ভাই ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নঈমুদ্দিন খান জানান, রাত ১০টায় (তারাবীহর নামাজের পর) মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ওই স্কুল সংলগ্ন মৈশাদী খান বাড়ির (নিহত ফেন্সিদের পুরাণ বাড়ি) পরিবারিক কবরস্থানে তাঁর মরহুম বাবা-মায়ের কবরের পাশে তাঁর লাশ দাফন করা হবে।
Fanci
গত সোমবার (৪ জুন) দিনগত রাত ১০টার দিকে শহরের ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসভবনে মাথায় দেশীয় অস্ত্রের আঘাত প্রাপ্ত হয়ে খুন হন শাহিন সুলতানা ফেন্সি। ঘটনার পরেই তার স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সতিন জুলেখা বেগমকে পুলিশ আটক করেন। মঙ্গলবার (৫জুন) বিকেলে নিহতের ছোট ভাই ফোরকান উদ্দিন খান ৪জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ফেন্সি জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply