চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচরে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ বৃহস্পতিবার (২৭ সেপেটম্বর) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক আয়োজিত মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ইভটিজিং এর বিরুদ্ধে ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজ মাঠের সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সিনিয়র সহসভাপতি লায়ন ফারুক আহমেদ তিতাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, এএসপি সার্কেল মতলব রাজন কুমার দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিয়ের সভাপতি ও উপজেলা ইউপি চেয়ারম্যান কল্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, ছেংগারচর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএসএম আবুল বাশার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন।
সভায় বক্তারা বলেন, ‘যুবসমাজের একটি অংশ মাদকের সাথে জড়িয়ে গেছে। আজকের যুব সমাজই আগামী দিনে এ দেশের প্রতিনিধিত্ব করবে। তাই এ যুব সমাজকে রক্ষা করতেই হবে। যুব সমাজকে রক্ষার লক্ষে মাদকের সাথে কোন ধরনের আপোষ নেই।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, সাংবাদিক শামসুজ্জামান ডলার, আল মাহমুদ টিটু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন সরকার, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক সরকার আবুল কালাম সরকান,পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম প্রধান প্রমূখ।
বক্তারা আরো বলেন, ‘বাল্যবিয়ে, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকেই এগিয়ে আসতে হবে। কারন, এসব থেকে পরিত্রান পেতে এগিয়ে আসা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব অলিউল্যাহ সরকার,ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী,উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম-সম্পাদক মোঃ হাসান মোর্শেদ আহার চৌধুরী, দডÍর সম্পাদক মোঃ বোরহান উদ্দিন মিয়া,ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী,সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ স্বপন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, সাজেদুল হাসান বাবু বাতেন,কলাকান্দা ইউপি চেয়ারম্যান আঃ ছোবহান সরকার সুভা, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ ফরিদ বেপারী, অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের উপজেলা, ছেংগারচর পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারাসহ বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল
২৭ সেপেটম্বর,২০১৮