Home / চাঁদপুর / চাঁদপুরে কখন কোথায় ঈদের জামাত
Eid-Jamat

চাঁদপুরে কখন কোথায় ঈদের জামাত

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদুল ফিতরের জামাত চাঁদপুর পৌর এলাকার প্রায় ১৫টি স্থানে অনুষ্ঠিত হবে। গত ৩০ মে (১৪) জুন সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে পৌ এলাকার ঈদ জামায়াতের সময়সূচি নির্ধারণ করা হয়।

বাবুরহাট স্কুল ও কলেজ মাঠ                      :  সকাল ৮ .০০টা

চাঁদপুর পৌর ঈদগাহ মাঠ                         : সকাল ৭ . ৩০ টা

চাঁদপুর পুলিশ লাইন মাঠ                         : সকাল ৮ .০০ টা

আউটার স্টেডিয়াম মাঠ                         : সকাল ৮ . ১৫ টা

পুরাণবাজার মধূসুদন উবি মাঠ                    :  সকাল ৮ .০০ টা

পুরাণবাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠ              : সকাল ৮ .০০টা

চাঁদপুর জেলা কারাগার জামে মসজিদে প্রথম জামায়াত  : সকাল ৮ :০০ মিনিটে,

চাঁদপুর জেলা কারাগার জামে মসজিদে দ্বিতীয় জামায়াত  :৯.০০ টা

চাঁদপুর সরকারি কলেজ মাঠ                     : ৮. ০০ টা

বেগম জামে মসজিদ                          : ৮.০০ টা

টেকনিক্যাল স্কুল মাঠ                          :সকাল ৮. ০০ টা

চিশতিয়া জামে মসজিদে ১ম জামায়াত         : সকাল  ৮.৪৫ টায়

চিশতিয়া জামে মসজিদে ২য় জামায়াত        : সকাল ১০ .৩০টা

শ্রীরামদী  বালক সপ্রাাবি মাঠ, গুণরাজদি আহমদিয়া ঈদগাহ ময়দান ও
পুরাণবাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠ            : সকাল ৮. ০০  টায়

বড়স্টেশন বালুর মাঠে                       : সকাল সাড়ে ১০ টায়

এছাড়া
হাজীগঞ্জ বড় মসজিদে প্রথম জামায়াত        : সকাল ৮.০০  টা

হাজীগঞ্জ বড় মসজিদে  দ্বিতীয় জামায়াত      :   সকাল ১০. ০০ টা

চাঁদপুর সদরের সফরমালী হাই স্কুল জামে মসজিদ মাঠ : সকাল  ৯.০০ টায়

প্রসঙ্গত,  প্রাকৃতিক কারণে আবহাওয়া খারাপ থাকে তাহলে প্রত্যেক ঈদ জামায়াত সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে। আপনার এলাকার ঈদের জামায়াতের সময়সূচি এ প্রতিবেদনের সাথে যুক্ত করতে চাইলে যোগাযোগ করুন ০১৯১৯-৭২৩০৭২

সংগ্রহে- মাজহারুল ইসলাম অনিক