Home / চাঁদপুর / এসএসসিতে চাঁদপুরে ৭০ কেন্দ্রে ৩৯ হাজার ৯শ’ পরীক্ষার্থী
Student SSC
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

এসএসসিতে চাঁদপুরে ৭০ কেন্দ্রে ৩৯ হাজার ৯শ’ পরীক্ষার্থী

২ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ন্যায় চাঁদপুরেও শুরু হয়েছে ২০১৯ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে চাঁদপুরে এসএসসি ও সমমানের ৭০ টি কেন্দ্রে ৩৯ হাজার ৯শ’ ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে । যা গত বছরের চেয়ে এবার ৩ টি কেন্দ্র ও ৪ হাজার ১ শ’ ৮৭ জন পরীক্ষার্থী বেশি।

শনিবার (২ ফেব্রুয়ারি ) ২০১৯ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হচ্ছে ও বেলা ১ টায় শেষ হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সভাও হয়েছে বলে শিক্ষা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরের ৮ উপজেলায় ৭০ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৯ শ’ ৭২। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ২শ’ ৬৩ জন ও কেন্দ্র ৪২ টি, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৩ শ’ ৩০ জন এবং কেন্দ্র ১৮ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৩ শ ৭৯ জন।

এরমধ্যে এসএসসিতে চাঁদপুর সদরে ৬ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৮৪ জন। হাজীগঞ্জের ৭ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫ শ’ ৫৭ জন।

মতলব উত্তরে ৭ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫শ’ ৬২ জন। মতলব দক্ষিণে ৪ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬ শ’ ১৭ জন। ফরিদগঞ্জে ৫ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৬ জন। শাহারাস্তির ৫ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪ শ ’২৩ জন। কচুয়ার ৭ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯ শ’ ৪৪ জন এবং হাইমচরের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ’ ৯০ জন।

দাখিলে চাঁদপুর সদরে ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৯ জন। হাজীগঞ্জের ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ ৬১ জন।

মতলব উত্তরে ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শ’ ৬২ জন। মতলব দক্ষিণে ২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শ’ ১৭ জন।

ফরিদগঞ্জে ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ’ ৮৮ জন। শাহারাস্তির ২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ শ ’ ৬ জন। কচুয়ার ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩ শ’ ৯১ জন। হাইমচরের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ’ ১৬ জন।
এসএসসি ভোকেশনালের ১০ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩ শ’ ৭৯ জন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৭০ টি পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসারবৃন্দের উপস্থিত পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, কলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলে আন্তরিক হতে হবে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে যেন পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সকলকে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, আমরা গর্বিত, কারণ মাননীয় শিক্ষমন্ত্রী আমাদের সাংসদ। আমাদের শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে আমাদের সম্মন রাখতে হবে। কোন প্রকারেই যেন পরীক্ষা হলে নকল বা দু’নম্বর কাজ না হয় এবিষয়টি গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, কেন্দ্র সচিব ব্যতীত কোন কক্ষে পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ১ বা ২ এর অধিক কোন সাংবাদিক কেন্দ্র প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবদের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জেড পদ্ধতিতে পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ কাজ থেকে বিরত থাকবে।

Leave a Reply