Home / চাঁদপুর / চাঁদপুরে এবছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭শ’৯৭ মে.টন
Rice
প্রতীকী ছবি

চাঁদপুরে এবছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭শ’৯৭ মে.টন

চাঁদপুরে চলতি (২০১৭-২০১৮) অর্থবছরে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৭শ’৯৭ মে.টন। রোববার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সংগ্রহ হয়েছে ৭শ’৬৭ মে.টন বলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্য মতে,সরকারি নির্দেশে চাঁদপুরে চলতি আমন মৌসুমে জানুয়ারি হতে ফেব্রুয়ারি পর্যন্ত ৩৯ টাকা কেজি দরে ওই পরিমাণ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে। যার সময় সীমা রয়েছে ২৮ ফেব্রুয়ারি।

চাঁদপুরের ১৮ জন ডিলারের মাধ্যমে ওই চাল সংগ্রহ করার নীতিগত সিদ্ধান্ত ছিলো। ২০১৬-২০১৭ অর্থবছরে শর্তপূরণে ব্যর্থ হওয়ায় এবার ১২ জন মিল মালিকের মাধ্যমে আমন চাল সংগ্রহ করে।

প্রসঙ্গত,ক’দিন আগে খাদ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাড.কামরুল ইসলাম বলেছিলেন,‘চলতি আমন মৌসুমে ৬ লাখ মে.টন চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ইতোমধ্যে ৫ লাখ ৪০ হাজার মে.টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে। বর্তমানে সরকারের খাদ্যশস্য মজুদ আছে ১৪ লাখ ২০ হাজার মে.টন। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার মে.টন চাল এবং বাকীটা গম।’

প্রতিবেদক:আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৯:২৫ পিএম,২৬ ফেব্রুয়ারি ২০১৮,সোমবার
এইউ