Home / চাঁদপুর / চাঁদপুরে ঋণ বিতরণ ২১৪ কোটি : আদায় ২০৫ কোটি
krishi loan
প্রতীকী ছবি

চাঁদপুরে ঋণ বিতরণ ২১৪ কোটি : আদায় ২০৫ কোটি

চাঁদপুরে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো এপ্রিল ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত প্রায় ১ লাখ ২ হাজার ৬শ’ ৯২ জন কৃষক ও অন্যান্য গ্রাহকের মধ্যে ২১৪ কোটি ৬৪ লাখ ৯৪ টাকা কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। ওই সময় পর্যন্ত ব্যাংকগুলো আদায় করেছে ২০৫ কোটি ৩১ লাখ ৭৩ হাজার টাকা । জেলা কৃষি ঋণ কমিটি,সোনালী ব্যাংক লিমিটেড,চাঁদপুরের এক তথ্য বিবরণীপত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে বরাদ্দ রয়েছে ২৩৬ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা।এর মধ্যে সোনালী,
অগ্রণী,জনতা,কৃষি,রূপালী,কর্মসংস্থান,বেসিক ও বিআরডিবিতে বরাদ্দ ছিলো ১৯৬ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা। বাকি টাকা ৩৯ কোটি ৩৯ লাখ টাকা চাঁদপুরের ২০ টি বেসরকারি ব্যাংকে বরাদ্দ রয়েছে।

ব্যাংকগুলো হলো: এবি,ন্যাশানাল,ইসলামী,সিটি,ইউনাইটেড,পূবালী,উত্তরা,ব্র্যাক,সোস্যাল ইসলামী,মার্কেন্টাইল,এনসিসি,প্রাইম,এশিয়া,আল আরাফা,শাহজালাল,ফারমার্স,ডাচ,ফাস্ট,যমুনা ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

চাঁদপুরের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ও ব্যাংক তথ্য বিবরণী সূত্রে জানা গেছে,সোনালী ব্যাংকের ২০টি শাখায় ১৬ হাজার ৭ শ’১৭ জন কৃষক ও অন্যান্য গ্রাহকের মধ্যে ৬ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা, অগ্রণী ব্যাংকের ১৭ টি শাখায় ১৯ হাজার ৯ শ’৪৭ জন কৃষক ও অন্যান্য গ্রাহকের মধ্যে ১১ কোটি ৬২ লাখ ১২ হাজার টাকা, জনতা ব্যাংকের ১৭ টি শাখায় ১৪ হাজার ৭শ’৩০ জন কৃষকের মধ্যে ১৭ কোটি ৭ লাখ ৩৭ হাজার টাকা , কৃষি ব্যাংকের ২৮ টি শাখায় ৪৮ হাজার ৩ শ’ ৮৭ জন কৃষকের মধ্যে ৬১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা ।

এছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ৪ টি শাখায় ১ হাজার ৭ শ’ ২৬ জন কৃষকের মধ্যে ৪ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা , রূপালী ব্যাংকের ১শ’৬৫ জন কৃষকের মধ্যে ২৩ লাখ ৬৫ হাজার টাকা ও বেসিক ব্যাংকে ৬ শ’ ৬৫ জন কৃষকের মধ্যে ১ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

এদিকে জানুয়ারি এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলো আদায় করেছে ১৩১ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকা। এরপরও বকেয়া পড়ে আছে ৩৭৪ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকা।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৪:১০ পিএম,১২ মার্চ ২০১৮,মঙ্গলবার

Leave a Reply