Home / চাঁদপুর / চাঁদপুরে উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৩ হাজার মিটার জাল জব্দ
Cauret-jal

চাঁদপুরে উপজেলা টাস্কফোর্সের অভিযানে ২৩ হাজার মিটার জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার নেতৃত্বে উপজেলা টাস্কফোস ইলিশ অভয়াশ্রম রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে কারেন্ট জাল ও মশারী জাল জব্দ করেছে। পরে আটককৃত জাল বহরিয়া মাছঘাটে প্রকাশ্যে আগুনে ধ্বংস করা হয়েছে।

চাঁদপুর সদর হরিণা ফেরীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির আইসি গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাডাম উপজেলা প্রশাসনের একটি টিম নিয়ে নৌ-পুলিশ এবং ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় জাটকা এবং ইলিশ নিধন রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করেন।

এসময় ল²ীপুর, বহরিয়া, মেঘনার পশ্চিম পাড় ইব্রাহীমপুর চর নদী এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়।

করেসপন্ডেন্ট

Leave a Reply