চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার নেতৃত্বে উপজেলা টাস্কফোস ইলিশ অভয়াশ্রম রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে কারেন্ট জাল ও মশারী জাল জব্দ করেছে। পরে আটককৃত জাল বহরিয়া মাছঘাটে প্রকাশ্যে আগুনে ধ্বংস করা হয়েছে।
চাঁদপুর সদর হরিণা ফেরীঘাট নৌ-পুলিশ ফাঁড়ির আইসি গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাডাম উপজেলা প্রশাসনের একটি টিম নিয়ে নৌ-পুলিশ এবং ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় জাটকা এবং ইলিশ নিধন রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করেন।
এসময় ল²ীপুর, বহরিয়া, মেঘনার পশ্চিম পাড় ইব্রাহীমপুর চর নদী এলাকা থেকে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়।
করেসপন্ডেন্ট