মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
নিরাপত্তার সাথে ও সুষ্ঠ ব্যবস্থাপনায় ঈদ উদযাপনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর সাথে চাঁদপুর পৌর এলাকার ঈদ জামায়াতের সময়সূচিও প্রকাশ করা হয়।
সিদ্ধান্ত সমূহ-
এবার ঈদে পাড়া-মহল্লায়, শহরে যুবকরা আনন্দ করতে পারবে কিন্তু তা হতে হবে নিয়ন্ত্রিত। সব ধরণের সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি ভবনগুলোতে ঈদের দিন সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে চাঁদপুর পৌর ঈদগাহের পরিবর্তে ঈদের জামাত চৌধুরী মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যান্য এলাকার ঈদের জামাত গুলো পার্শ্ববর্তী মসজিদে অনুষ্ঠিত হওয়ার জন্য ঈদগাহ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
কোরবানির পশুর বর্জ ও আবর্জনা যত্রতত্র যেখানে সেখানে ফেলে শহরের পরিবেশ যাতে নষ্ট করা না হয় সে জন্য কোরবানীর পশুর রক্ত অপশারণের বিষয়ে পৌর কাউন্সিলরদের অনুরোধ করা হয়েছে।
লঞ্চ টার্মিনালে সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে।
চাঁদপুর পৌর এলাকার ঈদ জামায়াতের সময়সূচি
সকাল ৭.৪৫ চাঁদপুর পৌর পার্ক ঈদগা মাঠ
সকাল ৭.৪৫ বাবুরহার্ট স্কুল এন্ড কলেজ ময়দান
সকাল ৮.০০ বেগম জামে মসজিদ
সকাল ৮.০০ বাইতুল আমিন জামে মসজিদ ঈদগাহ ময়দান
সাকাল ৮.৩০ চাঁদপুর পুলিশ লাইন ময়দান
সকাল ৮.০০ আউটার স্টেডিয়াম ময়দান
সকাল ৮.১৫ টেকনিক্যাল স্কুর মাঠ, চাঁদপুর।
সকাল ৮.৩০ চাঁদপুর সরকারি কলেজ মাঠ
সকাল ৮.৩০ পুরান বাজার মধূসূধন উচ্চ বিদ্যালয় মাঠ।
সকাল ৮.৩০ পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সকাল ৮.১৫ ও ৯.৩০ চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।
সকাল ৮.০০ দক্ষিণ গুণরাজদী আহম্মদীয়া ঈদগাহ ময়দান।
৮.৩০ পুরাণবাজার জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসা মাঠ।
৮.৩০ পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা।
৮.৩০ পুরাণ বাজার রঘুনাথপুর হাজী আবদুল করিম খান হাই স্কুল মাঠ।
চাঁদপুর টাইমস রিপোর্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:৪০ পিএম, ২৪ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ