Home / চাঁদপুর / চাঁদপুরে ঈদুল আজহা উদযাপিত 
ঈদুল

চাঁদপুরে ঈদুল আজহা উদযাপিত 

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে চাঁদপুর স্টেডিয়ামসহ জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রৌদ্রজ্জল সবুজ ঘা‌সে স‌জ্জিত  খোলা ময়দা‌নে সকল বয়সী ক‌য়েক হাজার মুসল্লী এ জামা‌তে অংশ নি‌য়ে ঈ‌দের নামাজ আদায় ক‌রেন।

এসময় স্রষ্টার ক্ষমা, অনুগ্রহ এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। 

ঈদের প্রধান জামায়াত সকাল ৭টায় চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পৌরসভা, রাজনৈতিক, সাংবাদিকসহ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহন করে। এছাড়া সকাল সাড়ে ৭ টায় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় চাঁদপুর স্টেডিয়ামে। এতে ইমামতি করেন ফরিদগঞ্জ ফনিসাইর দারুচ্ছুন্নাত ছালেহীন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো. মুশিউর রহমান।

নামাজে অংশ নেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান, জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি কামাল উ‌দ্দিন আহ‌মেদ, ম‌ডেল থানার ও‌সি আব্দুর র‌শিদ, আউটার স্টে‌ডিয়াম ঈদ জামাত ক‌মিটির সভাপ‌তি অ‌্যাড‌ভোকেট সে‌লিম আকবর, সাধারন সম্পাদক শাহজাহান পাটওয়ারী, উপ‌দেষ্টা আব্দুর র‌শিদ সর্দার, সহ সভাপ‌তি আব্দুর র‌শিদ মাষ্টার, যুগ্ম সম্পাদক মাহমুদ আহ‌মেদ মিঠু, গোলাম মুর্তজা চৌধুরী আ‌পেল, অ‌্যাড‌ভোকেট আকতার সরকার, সাংগঠ‌নিক সম্পাদক মিজান লিটন,  প্রচার সম্পাদক শরীফ সরকার, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, সদস‌্য ছানাউল্লাসহ ক‌য়েক হাজার মুসল্লি।

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১০ জুলাই ২০২২