Monday, 01 June, 2015 01:59:27 AM
স্টাফ করেসপন্ডেন্ট:
ঢাকা থেকে আসার সময় এমভি ঈগল লঞ্চ থেকে এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে যাত্রীরা। অচেতন যুবককে লঞ্চের কয়েকজন যাত্রীর সহায়তায় রোববার বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে।
অজ্ঞান যুবকের পকেটে থাকা পরিচয় পত্র থেকে জানা যায়, অচেতন যুবকের নাম আসগর হোসেন। তার পিতার নাম আবুল হোসেন। গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার সুইলপুর গ্রামে।
যাত্রীরা জানায়, ঢাকা থেকে দুপুর আড়াইটায় ছেড়ে আসার সময় আসগর লঞ্চে উঠে। পরে লঞ্চ চাঁদপুরে ভিড়ার পর যাত্রী আসগর হোসেনকে ১ম শ্রেণীর চেয়ারে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখা যায় ।
এ সময় তার মুখে থেকে জুসের সাথে বিষাক্ত পদার্থ বের হতে দেখা যায়। লঞ্চ কর্তৃপক্ষের সহায়তায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়েছে। ধারনা করা হয়েছে তাকে অজ্ঞান পার্টি জুসের সাথে কিছু খাওয়ানো হয়েছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।