সদ্য প্রকাশিত এসএসসি ২০১৮ সালের পরীক্ষায় ই হক কোচিং সেন্টার সাফল্য অর্জন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরে মুনসেফ পাড়ায় অবস্থিত সেন্টারে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের পর সংক্ষীপ্ত বক্তব্য রাখেন ই,হক কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডি.কে মৃনাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এবার আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুব ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় এ কোচিং সেন্টারে অধ্যায়নরত ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে ৩৫ জন এ প্লাস, ৩৬জন এ এবং ৮জন এ মাইনাসসহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। এ সাফল্যজনক ফলাফলে আমরা আনন্দিত। শিক্ষার্থীরা আগামী দিনের পরীক্ষাগুলোতে আরো ভাল ফলাফল করবে বলে আমরা আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডি.কে মৃদুল শিক্ষক সারোয়ার মোর্শেদ, সালমা আক্তার, রনি দত্ত, হৃদয় খান, অনিক সাহা, উম্মে হাবিবা, ফাতেমা অপি, সজল দাস, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কোড়ালিয়া রোডস্থ কিতাব উদ্দিন জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-সাদমান আহম্মেদ রাফিদ (নম্বর প্রাপ্তিতে চাঁদপুর জেলায় সর্বোচ্চ ১২৪২), মাহফুজুর রহমান, পদ্ম দাস, ঐশি কর্মকার, মুহাম্মদ আসিফ উল আলম, হারিস-উল-জামান, কুহেলিকা চক্রবর্তী, মুহাম্মদ আব্দুল্লাহ, শাফী আব্দুল্লাহ, গোলাম মোস্তফা, শেখ মুহাম্মদ, সুদীপ্ত রায়, তাকিয়া তাসনিম মালিহা, মিমতাজুল ইসলাম, কানিজ ফাতেমা, ইফাজ রহমান, আবদুর রহমান আরাফ, ঈমান শিকদার, উম্মে হাবিবা, তাকিয়া মাহমুদ, সিয়াম, তাকিয়া তাসনিম, নুসরাত জাহান, সায়মা রহমান, সাবরিনা শাওলিন মুন, উম্মে জামিল নাদিয়া, আবদুর রহমান বিন মারুফ, মুহাম্মদ আবদুল্লাহ, জান্নাতুল ফেরদৌস, মো. জুবায়ের হোসেন মিয়াজী, তামিম, তানভীর হাসান, সাদিয়া সুলতানা, উল্লেখ্য এদের মধ্যে ৯ জন গোন্ডেন এ প্লাস পেয়েছে।
প্রতিবেদক : শরিফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur