Home / চাঁদপুর / চাঁদপুরে ইভটিজিংয়ের দায়ে দু’যুবকের অর্থদন্ড
চাঁদপুরে ইভটিজিংয়ের দায়ে দু’যুবকের অর্থদন্ড

চাঁদপুরে ইভটিজিংয়ের দায়ে দু’যুবকের অর্থদন্ড

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীর সাথে ইভটিজিং করার অপরাধে দুই যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। বৃহস্পতিবার দুুপুরে নৌ-ফাঁড়িতে র্নির্বাহী ম্যজিস্ট্রেট কামাল মো. রাসেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই সাজা প্রদান করেন।
অর্থদন্ডপ্রাপ্ত দু’যুবক লক্ষ্মীপুর জেলার রায়পুর চরপাতা গ্রামের আঃ রহমানের পুত্র হাসিব আহম্মেদ (২১) ও একই জেলার রায়পুর কোয়া গ্রামের নুরুল আমিনের পুত্র তানজিত আহম্মেদ (২২)।
বৃহস্পতিবার দুুপুরে চাঁদপুর লঞ্চঘাটের যাত্রী ছাউনিতে ভোলাগামী এক নারী যাত্রীকে অপর দু’ যাত্রী (যুবক) হাসিব ও তানজিত ইভটিজিং করে। বিষয়টি তিনি নৌ-পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক নৌ-পুলিশ ফোর্স তাদের আটক করে।পরে অভিযোগকারী নারীর সাথে অসদাচারণ ও ইভটিজিং করার অপরাধে ওই দু’যুবককে ৫শ’ টাকা করে ১হাজার টাকা অর্থদন্ড আদায় করে ছেড়ে দেয়া হয়।

আপডেট: ০৮:২৮ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবারচাঁদপুর টাইমস :প্রতিনিধি/এমআরআর/২০১৫