চাঁদপুর শহরে শুক্রবার দুপুর ২টায় ৩০মিনিটে শহরের জেএন সেনগুপ্ত রোডের একটি আবাসিক হোটেল থেকে ১৫ পিছ ইয়াবাসহ মডেল থানার পুলিশ সেলিম খান(৩৭) নামক এক যুবককে আটক করেছে।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর ও পলাশ বড়–য়া গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পূরবী মার্কেটের হোটেল শেরাটনের ৪র্থ তলার ১১৫নং রুমে তল্লাশী করে ১৫পিছ ইয়াবা ও ইয়াবার সরঞ্জাম উদ্বার করে।
এসময় রুম থেকে মো: সেলিম খান কে আটক করে। সে সদর উপজেলার দক্ষিন বালিয়া গ্রামের আমান উল্লা খানের ছেলে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur