দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চাঁদপুরে রোববার সন্ধ্যায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর শিল্পকলা একাডেমিতে মনোমুগ্ধকর অ্যাক্রোকেটিক প্রদর্শনী উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

সুজন মাহবুুবের পরিচালনায় ২১২টি ইভেন্টে শিল্পকলা মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোকেটিক শিল্পী ফকের আলী, হাবিবুর রহমান, রফিক উদ্দিন, আকলিমা, গাজী হান্নান, আনোয়ার হোসেন, সঞ্জয় কুমারসহ অন্যান্যরা একে একে দর্শক মাতানো মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শন করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
স্থানীয় সরকার উপ পরিচালক ওয়াহিদুজ্জামান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
” ]আশিক বিন রহিম[/author]
||আপডেট: ০৯:২৬ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur