Home / চাঁদপুর / চাঁদপুর শিশু আদালতে অস্ত্র মামলায় কিশোরের কারাদণ্ড
Karadondo
প্রতীকী

চাঁদপুর শিশু আদালতে অস্ত্র মামলায় কিশোরের কারাদণ্ড

চাঁদপুর শিশু আদালতে চার বছর পূর্বে দায়ের হওয়া অস্ত্র মামলায় শামছুল হুদা ইশতি (১৫) নামের এক কিশোরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ নভেম্বর চাঁদপুর শহরের মিশন রোড সৈয়দ ভবনের ভাড়া বাসায় শামছুল হুদা ইশতি ঘরে রাখা পিস্তল চেক করতে গিয়ে গুলির আঘাতে আহত হয়।

খবর পেয়ে ওই সময় পুলিশ তাকে বিদেশি ওই পিস্তল ও গুলিসহ আটক করে।

এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিমল কর্মকার অস্ত্র আইনে মামরা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু আদালতের বিচারক সোমবার এ রায় প্রদান করেন।

আসামীপক্ষে আইনজীবী ছিলেন কাজী হাবিবুর রহমান ও রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু আদালতের পিপি হাবীবুল ইসলাম তালুকদার ও এপিপি অ্যাড. জসিম উদ্দিন মিঠু।

: আপডেট, বাংলাদেশ সময় ৯:৩০ পিএম, ২৯ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

চাঁদপুর শিশু আদালতে অস্ত্র মামলায় কিশোরের কারাদণ্ড

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply