Home / চাঁদপুর / চাঁদপুরে অসাবধানতায় গরম পানিতে ঝলসে গেলো শিশুর শরীর
jolsan-

চাঁদপুরে অসাবধানতায় গরম পানিতে ঝলসে গেলো শিশুর শরীর

চাঁদপুর সদর উপজেলার শিলন্দীয়া গ্রামে কাপড় ধোঁয়ার গরম পানিতে ঝলসে গেলো মাহিম গাজী (৫) নামের এক শিশুর শরীর। ২০ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১ টায় শিলন্দীয়া গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শিশু মাহিম গাজী ওই বাড়ির মমিন গাজীর ছেলে।

তার মাতা জোৎস্না বেগম জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার সময় তিনি কাপড় ধোঁয়ার জন্য ঠান্ডা পানি ফুটিয়ে গরম করে নেন। আর ওই গরম পানি ঘরের বাহিরে বলে রেখে বিভিন্ন পোষাক ভিজানোর সময় হঠাৎ তার শিশু ছেলে মাহিম খেলার ছলে দৌড়ে গিয়ে বলে রাখা গরম পানিতে পড়ে যায়।

এতে তার শরীরের ডান পাশের রান এবং কোমরের অংশ ঝলসে যায়। তিনি তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কর্মরত চিকিৎসক জানান, গরম পানিতে তার শরীরের প্রায় ৪০ ভাগ ঝলসে গেছে।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২০ নভেম্বর ২০১৯