অশ্লীল ভিডিও বাজারজাত করার অপরাধে মাগুরায় দুই ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ এ আদেশ দেন।
সূত্র জানায়, অশ্লীল ভিডিও চিত্রের ব্যবসার অভিযোগে বিকেলে শহরের চৌরঙ্গী সুপার মার্কেটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত জিয়া ভিডিও কর্নারের মালিক জিয়াকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে একই মার্কেটের রিয়াদ কম্পিউটারের মালিক রিয়াদকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, সড়কে দোকান বসানোর দায়ে শহরের এমআর রোডের কাজল ক্রোকারিজের মালিক ও খেলাঘরের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ জানান, অশ্লীল ভিডিও চিত্রের মাধ্যমে শহরের উঠতি যুবক/কিশোরদের নৈতিক অবক্ষয় হচ্ছে। এজন্য অশ্লীল ভিডিও চিত্রের ব্যবসা বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
আপডেট: ১১:৩৮ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৫, রোববার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur