Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশ সেরা নির্বাচিত
motlob-health-complex

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশ সেরা নির্বাচিত

জরুরি প্রসূতি সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশসেরা হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ওই পুরস্কার দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছ থেকে ওই পুরস্কার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মাহাবুবুর রহমান।

পুরস্কার হিসেবে দেয়া হয় একটি সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। ওই স্বাস্থ্য কমপে¬ক্সের কার্যালয় সূত্র জানায়, গত নয় মাসে (গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর) সেখানে সরকারি খরচে ৪৪৩টি স্বাভাবিক প্রসব ও ৮২৫টি সিজারিয়ান অস্ত্রোপচার হয়।

এতে কোনো প্রসূতি ও নবজাতক মারা যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, জরুরি প্রসূতি সেবা ও চিকিৎসায় তিনিসহ তাঁর হাসপাতালের চিকিৎসকেরা নিরলস কাজ করছেন।

ওই কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

প্রসঙ্গত, দেশের ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য প্রত্যেকটি বিভাগে ১টি করে স্বাস্থ্য কমপ্লেক্সকে পুরস্কৃত করা হয়।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
২৫ অক্টোবর, ২০১৮

Leave a Reply