Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
চাঁদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চাঁদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

‎Wednesday, ‎May ‎20, ‎2015  8:13:22 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চাঁদপুর সওজ বিভাগ।

বুধবার সকাল ১০ থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মোহন্ত ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের এবং উপ-বিভাগীয় প্রকৌশলী শাহরুল আমিনসহ সড়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়া।

এ সময় চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রায় ২ শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে সড়কের পাশে থাকা সকল দোকানদারকে উচ্ছেদ অভিযানে আগে নোটিস ও মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। কিন্তু সড়ক বিভাগের নোটিস তোয়াক্কা না করে বিভিন্ন স্থাপনা না সরানোর কারণে অনেক দোকানের মালামালসহ উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মোহন্ত জানান, চাঁদপুর শহরে যানজটের মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে রাস্তার পাশে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা। যার কারণে পথচারীদের চলাচলে সুবিধার্থে ও যানজটমুক্ত সড়ক গড়তে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চাঁদপুর টাইমস : এসআই/ এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes