চাঁদপুর শাহরাস্তিতে সিএনজি অটোরিক্সা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছে। রোববার (১৪ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার হোসেনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোঃ শামসুল হকের পুত্র মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ (৫০),একই গ্রামের সালাম মিয়ার পুত্র ইসমাইল(৪০), কচুয়া উপজেলার আশ্রারফপুর গ্রামের পারভেজ আলম (৩০) ও একই গ্রামের মোশারফ হোসেনের পুত্র মোঃ রাকিব (২৮)।
স্থানীয়রা জানান ওই দিন সকালে একটি সিএনজি বেপরোয়া গতিতে কালিয়াপাড়া দিক থেকে আসে রহিমানগর থেকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজি থাকা যাত্রী মোটরসাইকেল আরোহীসহ চারজন গুরুতর আহত হয়।
প্রতিবেদক:মোঃ মাহবুব আলম
১৪ অক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur