Home / চাঁদপুর / চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি চিকিৎসক নিয়োগ ৮৯ জন
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে

চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি চিকিৎসক নিয়োগ ৮৯ জন

চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৮৯ জন সরকারি চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এই চিকিৎসকদের নিয়োগ দেয়। এঁরা সবাই ৩৯ তম বিসিএস-এর। নিয়োগপ্রাপ্ত হয়ে চিকিৎসকরা ইতঃমধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানও করছেন।

এসব চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন পরিবার ও কল্যাণ কেন্দ্রে যোগদান করেছেন।

চাঁদপুর জেলায় নিয়োগকৃত ৮৯ জন চিকিৎসককে ৮টি উপজেলায় যেভাবে বিভাজন করে দেয়া হয়েছে তা হচ্ছে : সদর উপজেলায় ১২ জন, হাজীগঞ্জে ১২ জন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১২ জন, ফরিদগঞ্জে ১৩ জন, কচুয়ায় ১৬ জন, হাইমচরে ৬ জন ও শাহরাস্তিতে ৫ জন।

জানা গেছে, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সহ সরকারি বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার সহ বিভিন্ন পর্যায়ে চিকিৎসক সঙ্কট ছিলো দীর্ঘদিন যাবৎ। সম্প্রতি ৪ সহস্রাধিক চিকিৎসক সারাদেশে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এরা সবাই ৩৯তম বিসিএস-এর। এ সুবাদে চাঁদপুর জেলায় উপজেলা ভিত্তিক চিকিৎসক সঙ্কটের সংখ্যানুপাতে ৮৯ জন চিকিৎসক নিয়োগ দেয়া হলো। এর দ্বারা জেলার চিকিৎসা ব্যবস্থায় অনেকদিন যাবৎ যে চিকিৎসক সঙ্কট ছিলো তা অনেকটা দূর হবে বলে জেলাবাসী মনে করছেন।

স্টাফ করেসপন্ডেট