Saturday, 04 April, 2015 12:47:13 PM
আশিক বিন রহিম, চিফ করেসপেন্ডন্ট:
হাইমচর উপজেলার গন্ডামারা এলাকায় নারকেল গাছ থেকে পড়ে ইউনুছ (১১) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
জনা যায়, শুক্রবার বিকেল হাইমচর উপজেলার গন্ডামার গ্রামের নুরুল হক বাড়ির আব্দুল হকের পুত্র ইউনুছ বিকেলে খেলার পর দুষ্টামি করে নিজেদের বাড়ির ১টি নারকেল গাছে ডাব সংগ্রহের জন্য উঠে। পরে বৃষ্টিতে ভেজা পিচ্ছিল নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে মুখে ও মাথায় মারাত্মক জখম হয়। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur