Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / চাঁদপুরের মেয়ে জাকিয়া দেশের দ্রুততম মানবী
চাঁদপুরের মেয়ে জাকিয়া দেশের দ্রুততম মানবী

চাঁদপুরের মেয়ে জাকিয়া দেশের দ্রুততম মানবী

৪৫তম শীতকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জাকিয়া সুলতানা বাংলাদেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেছে।

এ বছর জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার বালিকা বড়দের ১০০মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে।

গত ৩১জানুয়ারী এবারের শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার চূড়ান্ত আসরটি বসে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে।

জাকিয়া সুলতানা যুথী মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। জাকিয়া প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অতপর চাঁদপুর জেলা, উপ-অঞ্চল কুমিল্লা এবং বিভাগীয় পর্যায়ে অনেক ব্যবধানে প্রথম স্থান অর্জন করার পর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্যে মনোনীত হয়েছিল।

পরে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে ১বছরের জন্য বাংলাদেশের দ্র“ততম মানবী হয়ে অনন্য রেকর্ড গড়লেন।

উপজেলার এই চরকালিয়া উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ের এই প্রতিযোগীতার রিওে দৌরে ২য় স্থান অর্জন করে। প্রতিযোগীতায় চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীদের গাইড টিচার ছিলেন স্কুলের শরীর চর্চা শিক্ষক নাসির উদ্দিন শাহ খোকন।

স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি জানান, দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জনকারী জাকিয়া সুলতানা শুধু চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের গৌরব না ও পুরো উপজেলার গৌরব।’

জাকিয়া সুলতানাকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট :০৬পিএম,  ফেব্রুয়ারি ২০১৬, রোববার

ডিএইচ