চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৩:০০ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যাওয়া দুটি জাহাজের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের মধ্যচরে মেঘনা নদীতে জাহাজ দুটির সন্ধান পাওয়া যায় বলে জানান চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, জাহাজে থাকা নাবিকেরা নিরাপদে রয়েছেন।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. নুরুজ্জামান শেখ জানান, নিখোঁজ দুটি জাহাজ হাইমচর উপজেলার মধ্যচরে মেঘনা নদীতে অবস্থান করছে। ঘটনাস্থলে কোস্টগার্ড সদস্যদের পাঠানো হয়েছে। মধ্যচরে মেঘনা নদীতে জাহাজ দুটি নোঙর করে রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ভারত থেকে গালফ্-৪ ও প্রিন্স অব মনিকা-১ নামের দুটি জাহাজ সিমেন্টের কাঁচামাল ফ্লাইঅ্যাশ নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে চাঁদপুরে মেঘনার মোহনার কাছে নোঙর করে অবস্থান করে। হঠাৎ প্রচণ্ড স্রোতে একটি জাহাজের নোঙর ছিঁড়ে গেলে তা পেঁচিয়ে জাহাজ দুটির পাখা ভেঙে যায়। তখন থেকে দুটি জাহাজই স্রোতের সঙ্গে বরিশালের দিকে ভাসতে ভাসতে চলে যাচ্ছিল।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur