চাঁদপুর জেলায় ভোটার ১৮ লাখ ২৫ হাজার ৫ শ’ ৯০ জন। জেলা নির্বাচন অফিসের তথযমতে সারা জেলায় হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম ডিসেম্বরে ২০১৭ শেষ হয় ।
চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ,নতুন ভোটারসহ জেলায় ভোটার সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার ৫শ’ ৯০ জন ভোটার। এর মধ্যে চাঁদপুর সদরে ৩ লাখ ৫১ হাজার ৪৭ জন, ফরিদগঞ্জে ৩ লাখ ১৪ হাজার ৪শ’ ৮৫ জন, হাজীগঞ্জে ২ লাখ ৪২ হাজার ৭শ’ ৯১ জন, মতলব দক্ষিণে ১ লাখ ২৬ হাজার ৫শ’৩৭ জন, শাহরাস্তিতে ১ লাখ ৭৪ হাজার ৯শ’ ৪৯ জন, মতলব উত্তরে ২ লাখ ৩৪ হাজার ১শ’ ৬১ জন, হাইমচরে ৮২ হাজার ১শ’ ১০ জন এবং কচুয়ায় ২ লাখ ৬৭ হাজার ৭শ’ ২৩ জন।
হালনাগাদে অন্তর্ভূক্ত ভোটাররা প্রথমবারের মত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মধ্যে দিয়েই নয়া ভোটাররা তাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ সৃষ্টি হবে তাদের। তবে নতুন ও পুরাতন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
এদিকে চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ মার্চেই শুরু হচ্ছে। যে সব নাগরিক ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত হাল-নাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করেছেন আগের সহ নতুনদের এ স্মার্ট কার্ড প্রদান করা হবে।
চাঁদপুর সদরেই প্রথম পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম শুরু হবে। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরের ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯শ’ ৭২। পর্যায়ক্রমে চাঁদপুরের সকল উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে ।
চাঁদপুর সদরের নির্বাচন কমিশনার মো.দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনের নির্দেশ ও প্রয়োজনীয় রি-এজেন্ট আসার পর পরই চাঁদপুর সদরের স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশন কার্যালয় থেকে ১শ’৫৪ কার্টূন দ্রব্য সামগ্রি এসে পৌঁছেছে।’
চাঁদপুর জেলা নির্বাচন কমিশনার মো.নূরুল আলম চাঁদপুর টাইমসকে বলেন,‘ আসন্ন সংসদ নির্বাচনের ওই পরিসংখ্যান অনেকটাই পরিবর্তন হবে। কেননা এটা চিরদিনই চলমান প্রক্রিয়া। এ তালিকায় প্রবাসী নতুন ভোটারগণ, মাইগ্রেটেড,ভোটারগণ সংযুক্ত হবেন। আবার মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে । এরপর পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পূর্বক নির্বচনের তফসিল ঘোষণা করভে নির্বচন কমিশন। ’
প্রতিবেদক : আবদুল গনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur