চাঁদপুর

চাঁদপুরের ব্যাংকগুলোর ১ শ’ ২১ কোটি টাকা কৃষিঋণ বিতরণ

চাঁদপুররে ৮ উপজলোয় ৯ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০১৬-২০১৭ র্অথবছররে মার্চ পর্যন্ত ১শ’২১ কোটি ৩৩ লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করেেছ বলে জেলা কৃষি ঋণ কমিটির একসূত্রে জানা গেেছ ।

যার বিতরণের হার ৭৭ ভাগ । ওই সব ব্যাংকে ২০১৬-২০১৭ র্অথবছরে বরাদ্দ ছিল ১৫৭ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা ।

সংশ্লিষ্ট ব্যাংকের আঞ্চলিক র্কাযালয়ের সূত্র মতে,সোনালী ব্যাংকের ২০ টি শাখার মাধ্যমে মার্চ পযর্ন্ত ৫ কোটি ৬৯ লাখ ৪৭ টাকা, অগ্রণী ব্যাংকরে ২০ টি শাখার মাধ্যমে ১৫ কোটি ২২ লাখ ৩ হাজার,জনতা ব্যাংকরে ১৫ টি শাখার মাধ্যমে ২২ কোটি ৯১ লাখ ৯৩ হাজার টাকা, বাংলাদশে কৃষি ব্যাংকরে ২৮ টি শাখার মাধ্যমে ৭১ কোটি ৫৩ লাখ ৫৬ হাজার টাকা, র্কমসংস্থান ব্যাংকরে ৪ টি শাখার মাধ্যমে ৪ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা, রূপালী ব্যাংকে মাধ্যমে ৪৪ লাখ ৫৬ হাজার টাকা ও বেসিক ব্যাংক ৮০ লাখ টাকা বিতরণ করছে ।

এদিকে ওই সব ব্যাংকরে শাখাগুলোতে ২০১৬-২০১৭ র্অথবছরের মার্চ পর্যন্ত ১০৮ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা বিভিন্ন গ্রাহকদরে কাছ থেকে আদায় করেছে।

এ ছাড়া ৩ শ’৪৮ কোটি ৫ লাখ ৩৩ হাজার টাকা বকয়ো হিসেবে জেলার কৃষি, দারিদ্রবিমোচন ও অন্যান্য খাতে পড়ে আছে। ব্যাংকগুলোতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৭৯ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার টাকা।

অগ্রণী ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার গীতা রাণী মজুমদার বলেন, বিভিন্ন শ্রেণিভিত্তিক ঋণ আদায়ে অগ্রণী ব্যাংক গ্রাহকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ব্যাংক কর্মকর্তগণ যেমন ঋণ আদায় করছে তেমনি তাৎক্ষণিক ঋণ প্রদানও করে যাচ্ছে।

প্রতিবেদক :আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৬: ২৫ পিএম,২২ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Share