Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সৌদিতে জঙ্গিদের গুলিতে ফরিদগঞ্জের প্রবাসী আলমগীর নিহত
সৌদিতে জঙ্গিদের গুলিতে ফরিদগঞ্জের প্রবাসী আলমগীর নিহত

সৌদিতে জঙ্গিদের গুলিতে ফরিদগঞ্জের প্রবাসী আলমগীর নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের নিকটবর্তী আল কাতিফে জঙ্গিদের গুলিতে হোসাইন মোহাম্মদ আলমগীর নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত আলমগীর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটলেও দূতাবাসের একটি সূত্র সোমবার (৩১ জুলাই) নিহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত একবছর ধরে পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল মাসওয়ারাহ এবং আওয়ামিয়াহ এর পরিত্যক্ত এলাকাটি অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের আস্থানা হিসেবে পরিচিতি পায়। প্রতিদিনই সেখানে গুলাগুলি হয়ে আসছে।

সৌদি নিরাপত্তা কর্মীরা (পুলিশ, আর্মি ও এলিটফোর্স) প্রায়ই সেখানে জঙ্গিদের হামলার শিকার হন। তারপরও তারা সেখানে দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ইতোপূর্বে সেখানে প্রায় ৬-৮ জন বিদেশি নিহত হয়েছেন।

গত সপ্তাহে সৌদি সরকার কর্তৃক ওই এলাকার আশ-পাশের সকল রাস্থা বন্ধ করে দেয় । বলা হয়েছে যে, শুধুমাত্র ক্বাতিফ জেলখানা এবং নর্থ ক্বাতিফ থানার পাশ্ববর্তী রাস্তা ব্যবহার করতে। উক্ত এলাকা হতে বের হয়ে যেতে ইচ্ছুকদের পুলিশের সাথে যোগাযোগ করে বিকাল ৪ ঘটিকার পূর্বে নির্দিষ্ট রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয় ২৮ জুলাই।

জনশ্রুতি আছে ওই এলাকায় ইতোপূর্বে জঙ্গিরা হত্যাকর্ম সম্পাদন করে গোপনে লাশ পুতে ফেলত । এছাড়াও জঙ্গিদের হাতিয়ারের মজুদও ওই এলাকায় আছে। যার কারণে ১ বছর পূর্ব হতেই সৌদি সরকার সাধারণ নাগরিকদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়ে ওই এলাকা ছাড়তে আদেশ দিয়েছিলেন।

ওই এলাকায় কে কখন মারা যায় তাঁর তথ্যও সঠিক সময়ে পাওয়া যায়না। মৃতদেহ পাওয়া গেলেও তাঁর পরিচয় শনাক্তকরণ এবং তা উদ্ধার করা সময় সাপেক্ষ হয়ে থাকে বলেও জানায় সূত্রটি।

উল্লেখ্য,এক সপ্তাহ ধরে ওই এলাকার মোবাইল নেটওয়ার্ক জ্যাম করে দেয়া হয়েছে। আর এ কারণে কোন বাংলাদেশি মারা গেলেও তাঁর পরিবার বা অন্যান্যরা কোন খবর পাচ্ছেন না।

তাই ঐ এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত উক্ত এলাকা ত্যাগ করে অন্যত্র স্থানান্তর হওয়ায় জন্য পরামর্শ দিয়েছেন ওই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত দূতবাসের আইন সহায়তাকারী মোহাম্মদ ফয়সাল।

প্রবাসী প্রতিবেদক:সাগর চৌধুরী
:আপডেট, বাংলাদেশ সময় ৫ :৪৫ পিএম,১ আগস্ট ২০১৭,মঙ্গলবার
এজি

Leave a Reply