চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালে শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।
এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, যারা এই প্রতিষ্ঠানকে নিজের খেয়ে প্রতিষ্ঠা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা করে জনগণের সেবার জন্যে আপনারা কাজ করেছেন। এতে যদি জনগণ সঠিকভাবে তাদের সেবা পায় তাহলে আপনাদের কষ্ট সাফল্য হবে। এখানের কার্যক্রম অনেক বেড়ে চলেছে। ডায়াবেটিক হাসপাতালে প্রতিদিন ১শ’ ৫৪ জন রোগী সেবা পাচ্ছে। দেশের অন্য জেলাগুলোতে ডায়াবেটিক হাসপাতাল তৈরি হলেও তেমন ভালো কার্যক্রম দেখা যায় না। সেই তুলনায় চাঁদপুরের ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম প্রশংসনীয়।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাতের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও পুলিশ সুপার সামছুনাহার, সমিতির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমাসের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদস্য সুভাষ চন্দ্র রায়।
পরিচালনা পর্ষদের সদস্য আবু নঈম পাটওয়ারী দুলাল, উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন আজীবন সদস্য গোলাম কিবরিয়া জীবন, প্রকৌশলী দেলোয়ার হোসেন, ডা. মো. রুহুল আমিন, মজিবুর রহমান, গিয়াসউদ্দিন মিলন, ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ও আজীবন সদস্য অন্যান্য অতিথিবৃন্দ। সভায় বিগত বছরের কার্যক্রমসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
||আপডেট: ০৯:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur